Last Updated: March 13, 2014 10:34

কিশোরীকে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কিশোরীকে মারধর করে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে নিউ টাউন থানার আকন্দকিশোরী এলাকায়। এলাকার দুই পরিচিত যুবকের বিরুদ্ধে থানায় নালিশ জানিয়েছে কিশোরীর পরিবার। ঘটনায় নাম জড়িয়েছে শাসকদলেরও।
সৌরভ নস্করের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন নিউটাউনের আকন্দকিশোরী এলাকার এই কিশোরী। অভিযোগ, সোমবার রাস্তায় একা পেয়ে কিশোরীকে মারধর করে সৌরভ ও তার সঙ্গী অপু। বাঁচাতে এলে মারধর করা হয় কিশোরীর মা ও ঠাকুমাকে। ওই দুই যুবকের বিরুদ্ধে নিউ টাউন থানায় অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। বুধবার দুপুরে কিশোরীকে রাস্তায় একা পেয়ে ফের মারধর করে ওই দুই যুবক। থানা থেকে অভিযোগ প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
কিন্তু কেন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না পুলিস?
কিশোরীর পরিবার অবশ্য বুধবার ফের নিউ টাউন থানায় ওই দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
First Published: Thursday, March 13, 2014, 10:34