রাষ্ট্রীয় কিশোর কুমার সম্মান পেলেন দেব আনন্দ

রাষ্ট্রীয় কিশোর কুমার সম্মান পেলেন দেব আনন্দ

রাষ্ট্রীয় কিশোর কুমার সম্মান পেলেন দেব আনন্দবর্ষীয়ান অভিনেতা দেব আনন্দকে চতুর্দশ রাষ্ট্রীয় কিশোর কুমার সম্মানে ভূষিত করল মধ্যপ্রদেশ সরকার।
কিশোর কুমারের ২৫তম মৃত্যুবার্ষিকিতে এই পুরষ্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
মুল অনুষ্ঠানটি কিশোর কুমারের জন্মস্থান খাণ্ডোয়াতে অনুষ্ঠিত হলেও এই অশীতিপর অভিনেতার মুম্বইয়ের বাড়িতে পৌঁছে দেওয়া হয় স্মারক, শাল ও ২ লক্ষ টাকা পুরস্কার মূল্য।

এর আগে এই চিরনবীন অভিনেতাকে পদ্মবিভূষণ এবং দাদা সাহেব ফালকে পুরস্কারেও সম্মানিত করা হয়।

First Published: Friday, October 14, 2011, 13:18


comments powered by Disqus