`আম আদমির` জন্য খুলে গেল রাষ্ট্রপতি ভবন

`আম আদমির` জন্য খুলে গেল রাষ্ট্রপতি ভবন

`আম আদমির` জন্য খুলে গেল রাষ্ট্রপতি ভবনরাষ্ট্রপতি ভবনের দরজা অবারিত হল `আম আদমি`র জন্য। এরপর থেকে প্রতি শনিবার ২০০ জন সাধারণ মানুষ সাক্ষী থাকবেন `চেঞ্জ অফ গার্ড` অনুষ্ঠানের। সুসজ্জিত সেনা সঙ্গে তেজিয়াল ঘোড়াদের সমন্বয়ে তৈরি হবে এই অনুষ্ঠান। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ইচ্ছানুসারেই সাধারণ মানুষের কাছে খুলে গেল তাঁর বাস ভবনের দ্বার।

শীতকালের প্রতি শনিবার বেলা ১০টা থেকে খোলা থাকবে রাষ্ট্রপতি ভবনের বাগান চত্ত্বরের পুরভাগ। সেখানে রাষ্ট্রপতির ব্যক্তিগত ঘোড়সওয়ার দেহরক্ষীরা বিভিন্ন ব্যান্ড বিউগলের মাধ্যমে সাধারণ মানুষের জন্য বিভিন্ন অনুষ্ঠান প্রদর্শন করবেন।






First Published: Saturday, December 8, 2012, 20:37


comments powered by Disqus