Last Updated: June 16, 2013 20:54

এয়ারএশিয়ার ভারতের চিফ অ্যাডভাইজার নিযুক্ত হলেন রতন টাটা। রবিবার মালয়েশিয়ার এয়ারলাইনসটি এয়ারএশিয়া ইন্ডিয়া বোর্ডের চিফ অ্যাডভাইজর হিসেবে রতন টাটার নাম ঘোষণা করে। সেইসঙ্গেই ছিল `ন্যানো`(কমদামী) বিমান মাশুলের প্রতিশ্রতিও। ইন্ডিয়া বোর্ডের চেয়ারম্যানের নামও শীঘ্রই ঘোষণা করা হবে বলেও এ দিন জানান এয়ারএশিয়া প্রধান টনি ফার্নান্ডেজ।
টাটার নাম ঘোষণার পরই টনি টুইট করেন, "চিফ অ্যাডভাইজর হিসেবে রতন টাটাকে রাজি করানো মোটও সহজ কাজ ছিল না। আমরা একজন অভিজ্ঞ ব্যক্তিকেই চেয়েছিলাম।" এই বছরের শেষেই ভারতে বিমান চলাচল শুরু করতে চলেছে এয়ারএশিয়া। ইন্ডিয়া বোর্ডের সিইওর পদে থাকছেন মিট্টু চান্ডিল্য। স্টেকহোল্ডারদের মধ্যে রয়েছে টাটা গ্রুপ, টেলস্ট্রা ট্রেডপ্লেস।
First Published: Sunday, June 16, 2013, 20:54