Last Updated: June 10, 2014 13:06

বহুযুগ ধরেই মানুষের ধারণা ছিল অনুভূতি মামলায় তারাই সেরা। যদিও একের পর এক গবেষণায় উঠে এসেছে অনুভূতি প্রকাশে অনান্য প্রাণীরা তাদের নিজের মত করে কোনও অংশেই কম যায় না। মিননেসোতা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষণায় উঠে এসেছে ইঁদুররা ভুল করলে সেই ভুল নিয়ে অনুশোচনায় করে তারা।
মিননেসোতা বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানের অধ্যাপকরা ``রেস্টুরেন্ট রো`` নাম দিয়ে ইঁদুরদের উপর এক অভিনব পরীক্ষা চালিয়েছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষাধীন ইঁদুরদের বিভিন্ন ধরণের খাবারের মধ্যে থেকে পছন্দমত খাবার খুঁজে নেওয়ার সুযোগ দেন।
এই ঘটনায় অভিনব ফলাফল পান তাঁরা। গবেষণারত এক বিজ্ঞানী জানিয়েছেন `` ব্যাপারটা অনেকটা রেস্তোরাঁর বাইরে লম্বা লাইনের মত। যেখানে চিনা রেস্তোরাঁ প্রথম পছন্দ হলেও সেই রেস্তোরাঁর বাইরে লম্বা লাইন দেখে একই রাস্তায় ভারতীয় রেস্তোরাঁর দিকে রওনা দেন অনেকে। সেই রকমই পছন্দের খাবারের সামনে অন্যদের ভিড় দেখে তুলনামূলক কম পছন্দের খাবার বেছে নেয় পরীক্ষাধীন ইঁদুররা।``
এর মধ্যেই কিছু ইঁদুর এমন কিছু খাবার বেছে নেয় যা গ্রহণ করার পর তারা এমন আচরণ করতে থাকে যা দেখে বোঝা যায় তাদের সেই সিদ্ধান্ত ঠিক ছিল না। এমনকি মানুষের মত একই ভাবে নিজের ভুল সিদ্ধান্ত নিয়ে শব্দহীন অনুশোচনা করতেও দেখা যায় তাদের।
First Published: Tuesday, June 10, 2014, 13:06