Last Updated: July 16, 2012 22:35

মুম্বইয়ের পর এবার কলকাতাতেও রেভ পার্টি ঘিরে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। রেভ পার্টিতে মাদক ব্যবহার নিয়ে অভিযোগ উঠেছে। সেই সঙ্গে জড়িয়ে গেছে মাদক চক্রের নাম।
গত ২৯ জুন কলকাতাতেই পুলিস এক বড়সড় মাদক চক্রের কয়েকজনকে গ্রেফতার করে। তাদের মধ্যে ছিল ২ জন বিদেশি। একজন নাইজেরিয়ান ও একজন দুবাইয়ের বাসিন্দা। এই চক্র সম্পর্কে খোঁজখবর নিতে গিয়েই পুলিস জানতে পারে এর সঙ্গে জড়িত কলকাতার এক ব্যবসায়ীও। কিন্তু ঘটনার পর থেকেই সে ফেরার। তখনই সামনে আসে অন্য একটি ঘটনা। পুলিস জানতে পারে, ওই ব্যবসায়ীর বিরুদ্ধেই রেভ পার্টিতে ধর্ষণের অভিযোগ এনেছেন এক মহিলা রেডিও জকি। যে রেভ পার্টি হয়েছিল আবার মিডলটন রো-র বাসিন্দা ওই ব্যবসায়ীর বাড়িতেই। গোটা ঘটনাকে কেন্দ্র করে কলকাতায় রেভ পার্টি এবং মাদক চক্র নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল।
First Published: Monday, July 16, 2012, 22:44