গ্র্যামি জুড়ে রইলেন রবি শঙ্কর

গ্র্যামি জুড়ে রইলেন রবি শঙ্কর

গ্র্যামি জুড়ে রইলেন রবি শঙ্কর মৃত্যুর ষাট দিন পর মরণোত্তর লাইফটাইম গ্র্যামি পেলেন রবি শঙ্কর। সঙ্গীতের সর্বোচ্চ সম্মান গ্র্যামি অ্যাওয়ার্ড ২০১৩ পুরোটাই জুড়ে ছিলেন তিনি। তাঁর দুই কন্যা অনুষ্কা শঙ্কর ও নোরা জোনস গ্রহণ করেন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। সেই সঙ্গেই তাঁর অ্যালবাম `দ্য লিভিং রুম সেসনস পার্ট ওয়ানে`র জন্য সম্মানিত হন রবি শঙ্কর। পুরস্কার গ্রহণ করেন কন্যা অনুষ্কা। প্রসঙ্গত, ওই বিভাগেই মনোনয়ন পেয়েছিলেন অনুষ্কা।

এ বছর গ্র্যামির সর্বোচ্চ সম্মান পেয়েছে ইংরেজি ফোক রক ব্যান্ড মামফর্ড অ্যান্ড সনস। তাদের অ্যালবাম `ব্যাবেল`-এর জন্য আসে এই সম্মান। `কিসেস অন দ্য বটম` গানের জন্য সেরা ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবামের গ্র্যামি জিতে নেন পল ম্যাকার্টনি। সেরা ট্র্যাডিশনাল আর অ্যান্ড বি পারফরম্যান্সের গ্র্যামি গেছে বেয়ন্সের ঝুলিতে। তবে এ দিনের গ্র্যামির সন্ধে কার্যত শাসন করল রক ব্যান্ড ব্ল্যাক কি। মোট পাঁচটি ট্রফি তুলে নেন ড্যান অওরবাক। রক পারফরম্যান্স, রক গান ও রক অ্যালবাম `এল কামিনো`র-র জন্য তিনটি ও বছরের সেরা প্রযোজক হিসেবে একটি গ্র্যামি জেতেন ড্যান অওরবাক।

`লাইভ অ্যাট দ্য রয়্যাল অ্যালবার্ট হল` ডিস্ক থেকে `সেট ফায়ার টু দ্য রেন` গানের জন্য সেরা সোলো পপ পারফরম্যান্সের গ্র্যামি জিতে নেন অ্যাডেল। তাঁর হাতে গ্র্যামি তুলে দেন জেনিফার লোপেজ ও পিটবুল। লাল ফ্লোরাল ড্রেসে উচ্ছ্বসিত অ্যাডেল বলেন, "অনেক ধন্যবাদ। অভাবনীয় অনুভূতি"। `উই আর ইয়ং` গানের জন্য সেরা গানের বুগে জিতে নেয় ইন্ডি রক ব্যান্ড ফান। নিজের গানের সিডি `স্ট্রংগার`-এর জন্য পপ ভোকাল অ্যালবাম অ্যাওয়ার্ড জেতেন আমেরিকান আইডল বিজয়ী কেলি ক্লার্কসন।

লস অ্যাঞ্জেলসের স্টেপলস সেন্টারে পপ স্টার টেলর সুইফটের পারফরম্যান্স দিয়ে শুরু হয় এ বছরের গ্র্যামি অ্যাওয়ার্ড। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এল এল কুল জে।

First Published: Monday, February 11, 2013, 21:01


comments powered by Disqus