Last Updated: August 4, 2013 20:46

১৭ বছর পর অবশেষে কোনও ভারতীয় বোলার আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন। আইসিসির বোলারদের ক্রমতালিকার শীর্ষে উঠে এলেন রবীন্দ্র জাদেজা। ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিনের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন তিনি। জাদেজা চতুর্থ ভারতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব দেখালেন।
১৯৯৬ সালে শেষবার কোনও ভারতীয় বোলার এই কৃতিত্ব দেখিয়েছিলেন। অনিল কুম্বলে সেবার আইসিসির ক্রমতালিকায় শীর্ষস্থান পেয়েছিলেন। তার আগে ১৯৮৭ সালে মানিন্দর সিং ও ১৯৮৯ সালে কপিল দেব এই গৌরব অর্জন করেছিলেন। সদ্যসমাপ্ত জিম্বাবোয়ে সিরিজে পাঁচ ম্যাচে পাঁচ উইকেট পাওয়ার সঙ্গে সঙ্গে চার ধাপ উঠে এসে শীর্ষে চলে আসেন জাদেজা।
ভারতীয় ব্যাটসম্যানরা অনেকবার শীর্ষে উঠেছেন, কিন্তু কোনও ভারতীয় বোলার প্রথম তো দূরে থাক প্রথম দশেই খুঁজে পাওয়া যেত না। জাহির খান, হরভজন সিংরাও পারেনি। সেটাই করে দেখালেন যিনি তিনি আসলে দলে এসেছিলেন ব্যাটসম্যান হিসাবে। তিনি সৌরাষ্ট্রের `স্যার`জাদেজা।
ওয়ানডে ব্যাটসম্যানজের তালিকা সবার উপরে হাসিম আমলা। ভারতীয়দের মধ্যে প্রথম বিরাট কোহলি (৪)। টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে প্রথম আমলা, বোলারদের মধ্যে স্টেইন। দুজনেই দক্ষিণ আফ্রিকার।
First Published: Sunday, August 4, 2013, 20:46