Last Updated: January 24, 2012 11:49

রেপো রেট অপরিবর্তিত রেখে সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও কমাল রিজার্ভ ব্যাঙ্ক। মঙ্গলবার ঋণ নীতি ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সুব্বা রাও জানান, ২৮ জানুয়ারি থেকে সিআরআর হচ্ছে ৫.৫ শতাংশ।
সিআরআর কমানো হল ৫০ বেসিস পয়েন্ট। কিন্তু রেপো রেট রয়েছে ৮.৫ শতাংশেই। রিজার্ভ ব্যাঙ্কের দাবি, সিআরআর কমানোয় ব্যাঙ্কগুলির কাছে অতিরিক্ত ৩২ হাজার কোটি টাকা থাকবে। এই টাকা তারা প্রযোজন মতো বাজারে ছাড়তে পারবে।
First Published: Tuesday, January 24, 2012, 11:49