বাড়ল রেপো রেট, ধার নেওয়া আরও কঠিন হচ্ছে, বাড়তে পারে সুদের হার

বাড়ল রেপো রেট, ধার নেওয়া আরও কঠিন হচ্ছে, বাড়তে পারে সুদের হার

Tag:  RBI repo rate
বাড়ল রেপো রেট, ধার নেওয়া আরও কঠিন হচ্ছে, বাড়তে পারে সুদের হার আরও মহার্ঘ হতে পারে ঋণ। বাড়তে পারে সুদের হার। সুদের হার ফের একধাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হল রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজনের ঘোষণায়। মঙ্গলবার রিজার্ভব্যাঙ্ক রেপো রেট বাড়াল ০.২৫ শতাংশ।

রেপো রেট বাড়ার ফলে গৃহঋণের ক্ষেত্রে বাড়তি ইএমআই গুণতে হতে পারে সাধারণ মানুষকে। তবে রেপোরেট বাড়লে আপাতত ব্যাঙ্কগুলির নগদ জমার অনুপাত চার শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে।

দায়িত্ব নেওয়ার পর থেকে দুমাসের মধ্যে পর পর দুবার সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিলেন রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর রঘুরাম রাজন। দেশে লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির চাপের কারণেই রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্ত বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। তবে এর ফলে ব্যাঙ্কগুলি সুদের হার বাড়ালে মুল্যবৃদ্ধিতে ধুঁকতে থাকা মধ্যবিত্তের নাভিশ্বাস আরও বাড়বে বলেই মনে করছেন অনেকে।

First Published: Tuesday, October 29, 2013, 13:41


comments powered by Disqus