Last Updated: September 10, 2013 17:37

পুঁজির বাজারকে চাঙ্গা করতে আর টাকার ক্রমাগত অবমূল্যায়ন ঠেকাতে রিজার্ভ ব্যাঙ্কের নয়া দাওয়াইয়ে ফল মিলল। মঙ্গলবার দিন এক মার্কিন ডলারের মূল্য প্রায় ১ টাকা কমে দাঁড়ায় ৬৪ টাকা ৩০ পয়সা। মুম্বই শেয়ারবাজারে সেনসেক্স সূচক ৭২৭ পয়েন্ট বেড়ে প্রায় ২০ হাজারের কাছাকাছি গিয়ে পৌঁছয়। এই নিয়ে টানা চারদিন আন্তর্জাতিক বাজারে ভারতীয় মুদ্রার স্বাস্থ্যকর উর্ধ্বগতি দেখা গেল। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে রঘুরাম রাজন দায়িত্ব নেওয়ার পরে বিনিয়োগকারীরা ভারতীয় অর্থনীতির উপর আস্থা রাখতে পারছেন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
First Published: Tuesday, September 10, 2013, 17:37