রবীন্দ্রভারতী ছাত্রী নিগ্রহ: অভিযোগ মানবাধিকার কমিশনে

রবীন্দ্রভারতী ছাত্রী নিগ্রহ: অভিযোগ মানবাধিকার কমিশনে

রবীন্দ্রভারতী ছাত্রী নিগ্রহ: অভিযোগ মানবাধিকার কমিশনে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিগ্রহের ঘটনায় অভিযোগ দায়ের হল রাজ্য মানবাধিকার কমিশনে। পুলিসি তদন্তে ভরসা না রেখে কমিশনের দ্বারস্থ হয়েছেন ওই ছাত্রী নিজেই। ঘটনা সম্পর্কে তদন্ত করে ২ সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশের জন্য নগরপালকে নির্দেশ দিয়েছে কমিশন। একই সঙ্গে এই ঘটনায় অভিযুক্তেরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে কমিশন। ২৪ ঘণ্টাকে ফোনে নির্যাতিতা ছাত্রী জানিয়েছেন, ঘটনার জেরে শারীরিক এবং মানসিকভাবে তিনি বিধ্বস্ত। সে কারণে পরীক্ষায় বসতে পারবেন কিনা সে বিষয়েও নিশ্চিত নন তিনি।

First Published: Friday, August 2, 2013, 20:01


comments powered by Disqus