Last Updated: October 19, 2011 16:42

তারকা ফুটবলারদের ছাড়াই জয়। চ্যাম্পিয়নস লিগে চির প্রতিদ্বন্দ্বি লিয়ঁর বিরুদ্ধে কাকা, হিগুয়েনকে ছাড়াই মাঠে নামল রিয়াল মাদ্রিদ। কোচ হোসে মোরিনহোর স্ট্র্যাটেজি কার্যত সফল। লিয়্যঁকে চার-শুন্য গোলে হারাল নবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ম্যাচ জিতে জয়ের ধারা অব্যাহত রাখলেন কাকারা। বর্তমানে লিগের শীর্ষে রিয়াল মাদ্রিদ।
First Published: Wednesday, October 19, 2011, 16:42