Last Updated: March 17, 2014 09:44

----------------------------------------------------
ফের লা লিগায় লিওনেল মেসি মেজিক। ৭-০ গোলে ওসাসুনাকে হারাল বার্সা। তিন গোল করে হ্যাটট্রিক করলেন আর্জেন্টিনিয় তারকা লিওনেল মেসি। এরফলে বার্সার হয়ে তাঁর গোল সংখ্যা দাঁড়াল ৩৭১। মেসিই এখন বার্সার সর্বোচ্চ গোলদাতা।
১৯২৭ সাল থেকে ক্লাবের হয়ে সর্বাধিক গোলের রেকর্ড ছিল পাওলিনো অ্যালসেন্তারার দখলে। ৩৬৯টি গোল। গতকাল সেই রেকর্ড ভেঙে দেন মেসি। খেলার আঠেরো মিনিটের মাথায় নিজের এবং দলের প্রথম গোল করেন মেসি। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করেন তিনি।
এই নিয়ে মোট ২০ বার হ্যাটট্রিক করলেন মেসি। চার বার চার গোল করেছেন। একাই পাঁচ গোল করেছেন একবার। এই জয়ের ফলে লা লিগায় তিন নম্বর স্থানে চলে এলো বার্সিলোনা। চির প্রতিদ্বন্দ্বি রিয়েল মাদ্রিদের থেকে পিছিয়ে চার পয়েন্টে। আগামী রবিবার লা লিগার এল ক্লাসিকো।
First Published: Monday, March 17, 2014, 09:44