রবিবার রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী বসছেন সেট পরীক্ষায়

রবিবার রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী বসছেন সেট পরীক্ষায়

রবিবার রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী বসছেন সেট পরীক্ষায়রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী নিয়ে এবার হতে চলেছে কলেজ সার্ভিস কমিশন পরীক্ষা।এবছরের পরীক্ষার্থীর সংখ্যা চৌত্রিশ হাজারেরও বেশি। শেষ পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১৪ হাজার। কি কারণে হঠাত্‍ পরীক্ষার্থী সংখ্যা এত বাড়ল তা নিয়ে রীতিমত ধন্দে খোদ কমিশনও। আগামী ১৫ই ডিসেম্বর এবছরের সেট পরীক্ষা।
(বিস্তারিত খবর কিছু পরে)

First Published: Wednesday, December 11, 2013, 13:39


comments powered by Disqus