Last Updated: September 20, 2013 16:26

ঋণ নীতি ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। রেপো রেট ০.২৫ শতাংশ বাড়িয়ে ৭.৫ করল কেন্দ্রীয় ব্যাঙ্ক। রিভার্স রেপো রেট অর্থাত্ কেন্দ্রীয় ব্যাঙ্ক থেকে ব্যাঙ্কগুলির ঋণের ক্ষেত্রে সুদের হার কমানো হয়েছে। নগদ জমার অনুপাত অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক।
মুদ্রাস্ফীতিতে রাশ টানতে কেন্দ্রীয় ব্যাঙ্কের এই পদক্ষেপ। ঋণনীতিতে সন্তোষ প্রকাশ করেনি শিল্পমহল। রিজার্ভ ব্যাঙ্কের এই ঘোষণার পরেই শেয়ার বাজারে ধস নামে। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৫৯৫ পয়েন্ট পড়ে যায়।
First Published: Friday, September 20, 2013, 16:34