Last Updated: February 5, 2012 16:52

রেস্তোরায় কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বড়বাজার থানার সামনে একটি রেস্তোরায়। মৃত কিশোরের নাম রামকরণ কামাথ। জিজ্ঞাসাবাদের জন্য রেস্তোরার ম্যানেজার ও কয়েকজন কর্মীকে আটক করেছে পুলিস।
১৯১ এমজি রোড, বড়বাজার থানার সামনে একটি রেস্তোরার দোতলায় রান্নাঘর সাফাই করার সময় সাবান জলে পা পিছলে যায় রেস্তোরাকর্মী রামকরণ কামাথের। পড়ে যাওয়ার পর রান্নাঘরের রেফ্রিজারেটরের তলায় পা আটকে যায় ১৫ বছরের রামকরণের। এরপরই বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। রাতেই মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা রামকরণ কামাথকে মৃত বলে ঘোষণা করেন।
রেস্তোরাটির চারপাশে রয়েছে বিদ্যুতের তার। অগ্নি নির্বাপন বিধিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দীর্ঘদিন ধরে বিপজ্জনকভাবে ওই রেস্তোরাটি চালানো হচ্ছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অন্যদিকে অভিযোগ উঠেছে রেস্তোরাটির বেশিরভাগ কর্মীই শিশুশ্রমিক।
First Published: Sunday, February 5, 2012, 17:15