ত্রিপুরায় জেলা পুনর্বিন্যাস, Revamping state of Tripura

ত্রিপুরায় জেলা পুনর্বিন্যাস

ত্রিপুরায় জেলা পুনর্বিন্যাসনতুন করে জেলা পুনর্বিন্যাসে ত্রিপুরায় আরও চারটি নতুন জেলা তৈরি হল। এর ফলে ত্রিপুরায় জেলার সংখ্যা চারটি থেকে বেড়ে দাঁড়ালো আটটিতে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। এরসঙ্গে সঙ্গেই বাড়ল উত্তরপূর্বের ওই রাজ্যের মহকুমার সংখ্যাও। সতেরোটি মহকুমা থেকে ছটি বেড়ে এখন তা দাঁড়ালো তেইশে। আগে ত্রিপুরায় মোট চল্লিশটি ব্লক ছিল। মঙ্গলবারের মন্ত্রিসভার বৈঠকে আরও পাঁচটি ব্লক বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার।

First Published: Wednesday, October 26, 2011, 15:00


comments powered by Disqus