Last Updated: October 6, 2013 21:11

মেনোপজের পর মহিলাদের যন্ত্রণাদায়ক যৌনমিলনের অন্যতম কারণ যোনিতে বিশেষ এক ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিতির হার কমে যাওয়া। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমনি তথ্য।
জন হপকিন্স ও মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করেছেন এই ব্যাকটেরিয়া কম উপস্থিতি যোনি কোষে ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ কমিয়ে দেয়। ফলে যোনি তুলনামূলক অনেক শুষ্ক হয়ে যায় এবং `ভালভোভ্যাজাইন্যাল অ্যাট্রফি` (ভিভিএ) তৈরি হয়।
৩৫ থেকে ৬০ বছর বয়স্ক ৮৭জন মহিলার উপর গবেষকরা পরীক্ষা চালিয়ে দেখেছেন বিভিন্ন বয়সী মহিলাদের জনন চক্রে যোনিতে ল্যাকটোব্যাসিলাস জাতীয় ব্যাকটেরিয়া মিশ্রণের তারতম্য তাদের যৌনমিলনকে বিশেষভাবে প্রভাবিত করছে। মেনোপজের পর যোনিতে ল্যাকটোব্যাসিলাসের মিশ্রণ কমে যাওয়ার ফলে যোনি শুষ্ক হয়ে পড়ে। যে সমস্ত মহিলারা ভিভিএতে আক্রান্ত হন তাদের যোনিতে ল্যাকটোব্যাসিলাস মিশ্রণের পরিমাণ লক্ষ্যণীয়ভাবে কমে যায়।
First Published: Sunday, October 6, 2013, 21:11