Last Updated: March 8, 2014 12:04

লোকসভা ভোটের আগে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের। দীর্ঘদিন বিচারাধীন বন্দি বা মিথ্যা অভিযোগে গ্রেফতার হওয়ার বন্দিদের বিরুদ্ধে মামলা খতিয়ে দেখতে কমিটি গড়তেই মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগেও সন্ত্রাসের অভিযোগে ধৃত সংখ্যালঘুদ যুবকদের মামলা খতিয়ে দেখতে কমিটি গড়ার নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে।
৩০ জানুয়ারি মুখ্যমন্ত্রীদের লেখা চিঠিতে রাজ্য স্তরে মাল্টি ডিসিপ্লিনারি কমিটি গঠন করার পরামর্শ দিয়েছেন শিন্ডে। রাজ্য পুলিস, বিচার ব্যবস্থা, সরকার ও নাগরিক সমাজকে একসঙ্গে নিয়ে ডিসিপ্লিনারি কমিটি গঠনের পরিকল্পনা করা হচ্ছে।
এক্ষেত্রে রাজ্যসরকার প্রধান বিচারপতির সঙ্গে কথাও বলতে পারে বলে জানানো হয়েছে চিঠিতে।
First Published: Saturday, March 8, 2014, 12:04