আক্রান্ত হওয়ার দুমাস পর ফের মিছিলে হাঁটলেন রেজ্জাক মোল্লা

আক্রান্ত হওয়ার দুমাস পর ফের মিছিলে হাঁটলেন রেজ্জাক মোল্লা

আক্রান্ত হওয়ার দুমাস পর ফের মিছিলে হাঁটলেন রেজ্জাক মোল্লা আক্রান্ত হওয়ার পরে হাসপাতালে শুয়েই বলেছিলেন, পঞ্চায়েত ভোটের প্রচারে নামার চেষ্টা করবেন। আর শনিবার নেমেই পড়লেন প্রবীণ সিপিআইএম বিধায়ক রেজ্জাক মোল্লা। রাজ্যে রাজনৈতিক হিংসার বিরুদ্ধে, ঘরছাড়া দলীয় কর্মীদের ঘরে ফেরানোর দাবি সহ একাধিক ইস্যুতে আজ ভাঙড়ে মিছিলে নেতৃত্ব দিলেন রেজ্জাক মোল্লা। মিছিল শুরু হল কাঁটাতলা থেকে, ছয়ই জানুয়ারি যেখানে আক্রান্ত হয়েছিলেন প্রবীণ সিপিআইএম বিধায়ক। ছয়ই জানুয়ারি কাঁটাতলা পুড়ে যাওয়া দলীয় কার্যালয় দেখতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন প্রবীণ  বিধায়ক আবদুর রেজ্জাক মোল্লা। শনিবার সেখানেই সভা করল সিপিআইএম। 

এলাকার মহিলাদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলাতেই তিনি আক্রান্ত হন দাবি করলেন রেজ্জাক মোল্লা।

হাসপাতালে ভর্তি থাকার সময়ের কথা বলতে গিয়ে শিল্পমন্ত্রীকে কটাক্ষ করলেন একেবারে নিজস্ব ভঙ্গিতে।

ভাঙড়ের ঘটনার সঙ্গে সাম্প্রতিক আরও কয়েকটি ঘটনার সম্পর্কও খুঁজে পাচ্ছেন রেজ্জাক মোল্লা।

সভায় সিপিআইএমের জেলা সম্পাদক সুজন চক্রবর্তী বললেন, তাঁদের নেতাদের মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করছে তৃণমূল।

সুজনবাবুর অভিযোগ, দুই তৃণমূল নেতা টাকার লোভ দেখিয়ে নিহতের বাবাকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেন।

ঘটনাটা প্রকাশ্যে আসে শনিবার নিহত যুবকের বাবা নিজেই সাত্তার মোল্লার কাছে আসার পরে।

শনিবার কাঁটাতলার সভায় উপস্থিত থেকে রেজ্জাক মোল্লা বুঝিয়ে দিলেন পঞ্চায়েত ভোটে দলকে নেতৃত্ব দিতে তিনি তৈরি।
  

First Published: Saturday, March 23, 2013, 20:25


comments powered by Disqus