মহিলাদের পোশাক নিয়ে মন্তব্য করে বিপাকে রেজ্জাক মোল্লা

মহিলাদের পোশাক নিয়ে মন্তব্য করে বিপাকে রেজ্জাক মোল্লা

মহিলাদের পোশাক নিয়ে মন্তব্য করে বিপাকে রেজ্জাক মোল্লা নারীদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য। রাজ্য সরকারের কাজের ঢালাও প্রশংসা। জোড়া মন্তব্যে ফের দলকে বড়সড় বিড়ম্বনায় ফেললেন প্রবীণ সিপিআইএম বিধায়ক রেজ্জাক মোল্লা।

সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য। ক্যানিং পূর্বের বিধায়ক। বহুবার দলকে বিড়ম্বনায় ফেলেছেন। আবার ফেললেন বুধবার। রাণী রাসমণি রোডে সভাটা ছিল নারীদের অধিকার নিয়ে। সেখানে প্রথম বোমাটা ফাটালেন নারীদের পোশাক নিয়ে। সরকারের ঢালাও প্রশংসা করে ফাটালেন দ্বিতীয় বোমাটা। যদিও, কিছুক্ষণের মধ্যেই বিরোধী দলনেতা, সিপিআইএম পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র বুঝিয়ে দিলেন, রেজ্জাক মোল্লার বক্তব্যে দলের সায় নেই।   

এর আগে সিঙ্গুর কাণ্ড নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী  বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে তাঁর মন্তব্য ছিল, "হেলে ধরতে পারে না কেউটে ধরতে গিয়েছে।" পঞ্চায়েত ভোটপর্ব চলার সময় বলেছিলেন, "সিপিআইএমের পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়।" দলের অনুমতি না নিয়েই চলে গিয়েছিলেন হজে।  এরপর এ দিন দলকে আরও বড়সড় বিড়ম্বনায় ফেলে বাড়ির পথ ধরেছেন প্রবীণ সিপিআইএম বিধায়ক। 
 

First Published: Wednesday, October 30, 2013, 21:58


comments powered by Disqus