আরজিকরে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি

আরজিকরে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি

আরজিকরে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিরোগীমৃত্যুর জেরে মারধরের অভিযোগে কাজে যোগ দিলেন না আরজি কর হাসপাতালের প্রায় ২০০ জন জুনিয়র চিকিত্সক। বুধবার সকালে সাহেবজাহান নামে ৭১ বছর বয়সী এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের লোকজনের অভিযোগ, কর্মরত জুনিয়র ডাক্তারকে বলা সত্বেও তিনি সিনিয়র কাউকে বিষয়টি জানাননি। উল্টে রোগীকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার কথা বলা হয় বলে অভিযোগ। কিছু পরে মৃত্যু হয় সাহেবজাহানের।
জুনিয়র ডাক্তারদের অভিযোগ, তাঁদের মারধর করা হয়। পুলিসের বিরুদ্ধেও হেনস্থার অভিযোগ জানিয়েছেন তারা। অভিযোগ অস্বীকার করেছে রোগীর পরিবার। থানায় অভিযোগ দায়ের করেছে দুপক্ষই ।  

First Published: Wednesday, June 6, 2012, 16:00


comments powered by Disqus