গণ্ডারের হামলায় জখম চিত্রসাংবাদিক

গণ্ডারের হামলায় জখম চিত্রসাংবাদিক

Tag:  Rhino photographer
গণ্ডারের হামলায় জখম চিত্রসাংবাদিকগণ্ডারের হামলায় গুরুতর জখম হলেন এক চিত্র সাংবাদিক।
আজ সকালে গরুমারা জাতীয় উদ্যান থেকে বেরিয়ে রামশারে নদীর চরে চলে আসে গণ্ডারটি।
বনকর্মীরা গণ্ডারটিকে জঙ্গলে ঢোকানোর চেষ্টা করছিলেন।
সে সময় গণ্ডারটির ছবি তুলতে যান এক চিত্র সাংবাদিক। তাঁকে ধাক্কা মারে গণ্ডারটি।
গুরুতর জখম অবস্থায় জলপাইগুড়ি সদর হাসপাতালে ওই চিত্র সাংবাদিককে ভর্তি করা হয়।

First Published: Sunday, October 2, 2011, 16:40


comments powered by Disqus