রিচা-রোশমির নয়া কীর্তি

রিচা-রোশমির নয়া কীর্তি

রিচা-রোশমির নয়া কীর্তিরিচা শর্মা,রোশমি শর্মা, বাংলার দুই সাঁতারু বোনের মুকুটে নতুন পালক। প্রচন্ড ঠান্ডার মধ্যে দক্ষিন আটলান্টিকে রবেন আইল্যান্ড থেকে ব্লুবার্গ পর্যন্ত পার হয়ে নজির গড়লেন দুজনে।রোশমি সময় নেন দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এবং রিচা সময় নেন দু ঘন্টা সাতান্ন মিনিট। তখন জলের উষ্ণতা নয় দশমিক চার ডিগ্রি। সম্প্রতি কেপ টাউন থেকে ভারত মহাসাগরে বারো
কিলোমিটার সাঁতার কেটে নজির গড়েছিলেন দুই বোন।

First Published: Friday, October 7, 2011, 15:27


comments powered by Disqus