Last Updated: March 3, 2014 16:56

ডলারের তুলনায় টাকার দামের পতন। তার ওপর ঘোলাটে অর্থনীতি। এত সবের পরেও ১০০ কোটি টাকা মালিকের সংখ্যাটা বাড়ল এদেশে। গত বছর ৫৭ জন একশো কোটির মালিক ছিলেন। এ বছর সেই তালিকায় আরও ১৩ জন।
চিনের একটি সংস্থার করা সমীক্ষা রিপোর্ট এই তথ্য দিচ্ছে। তবে এদেশে ১০০ কোটির মালিকদের শীর্ষে রিলায়েন্স ইন্ডাস্ত্রিজের মুকেশ অম্বানি। তিনি ১ লক্ষ ৯ হাজার ৮০০ কোটি টাকার মালিক। বিশ্বব্যাপী তালিকায় ৪১ নম্বরে তাঁর নাম।
এরপরেই ৪৯ নম্বরে লক্ষ্মী মিত্তাল। মুকেশ অম্বানি, লক্ষ্ণী মিত্তালের পাশাপাশি, বিশ্বের প্রথম ১০০জন বিলিয়নারের মধ্যে জায়গা করে নিয়েছেন সান ফার্মার দিলীপ সাংভি, উইপ্রোর আজিম প্রেমজি, টাটা সনসের পালনজি মিস্ত্রি এবং হিন্দুজা। তবে বিশ্বের সব চেয়ে ধনী ব্যক্তির আসনটি অক্ষতই রেখেছেন বিল গেটস। তাঁর সম্পত্তি ৪ লক্ষ ১৪ হাজার ৮০০ কোটি টাকা। মানে ৬৪ বিলিয়ন মার্কিন ডলার।
First Published: Monday, March 3, 2014, 16:56