Last Updated: February 5, 2014 15:42

বিতর্ক যতই হোক মুজফ্ফরনগর দাঙ্গার ছাইয়ের ওপরেই উত্সবে মত্ত রাজ্যের মন্ত্রীরা। মুজফ্ফরনগরের সমাজবাদী পার্টির বিধায়ক তথা মন্ত্রী চিত্তরঞ্জন স্বরূপ বার গার্লদের সঙ্গে নাচলেন, টাকাও ছুঁড়লেন। ক দিন আগেই যেখানে রক্তগঙ্গা বয়ে গিয়েছে সেইখানেই বিয়ে বাড়ির অনুষ্ঠানে মন্ত্রীমশাই বারগার্লদের সঙ্গে কোমর দুলিয়ে নাচলেন। সেই নাচের দৃশ্য ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। মন্ত্রী যখন ডার্টি ডান্সে ব্যস্ত তখন মুজফ্ফরনগর দাঙ্গায় ক্ষতিগ্রস্থ পরিবার ক্যাম্পে দিন কাটাচ্ছে।
এই বিয়ে বাড়িটি যে অঞ্চলে হচ্ছিল, সেখানেই ক মাস আগে দাঙ্গায় বহু লোকের প্রাণ যায়। কিন্তু রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী সব ভুলে নাচে মেতে রইলেন।
এই বলিউড তারকাদের নিয়েই অখিলেশ যাদবের পৈত্রিক গ্রাম সফইয়ে উত্সবে মাতেন সমাজবাদী সরকারের তাবড় নেতা মন্ত্রীরা।
First Published: Wednesday, February 5, 2014, 15:42