অবসরের অবকাশ নেই, Ripe not to retire

অবসরের অবকাশ নেই

অবসরের অবকাশ নেইদীর্ঘদিন থেকেই খারাপ ফর্মে আছেন। তাই দেশজুড়েই তাঁর উপর অবসরের চাপ বাড়ছে। তবে জল্পনা উড়িয়ে দিলেন প্রাক্তন অসি অধিনায়ক রিকি পন্টিং।
তিনি স্পষ্ট জানিয়েছেন এই মুহূর্তে অবসর নেওয়ার কোন পরিকল্পনা নেই তাঁর। আসন্ন নিউজিল্যান্ড সফরে লড়াই করেই দলে জায়গা পাকা করে নিতে চান তিনি।
 

First Published: Friday, November 25, 2011, 14:42


comments powered by Disqus