জমজমাট প্রচার, Ritabrata Banerjee's campaign starts

জমজমাট প্রচার

জমজমাট প্রচারজমজমাট রবিবাসরীয় প্রচার সারলেন দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ডান-বাম দুই প্রার্থী।আজ রবীন দেবকে সঙ্গে নিয়ে প্রচার সারেন বামপ্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীদের সঙ্গে পায়ে হেঁটে বেহালা চৌরাস্তা এলাকায় প্রচার করেন। প্রচারে প্রধান ইস্যু হিসাবে উঠে আসছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি। নিউআলিপুর এলাকায় প্রচারে নামেন তাঁর প্রতিদ্বন্ধী সুব্রত বক্সী। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়ে হুডখোলা গাড়িতে প্রচারে দেখা যায় তাঁকে। আগামী তিরিশে নভেম্বর দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের উপনির্বাচন।

First Published: Sunday, November 13, 2011, 10:29


comments powered by Disqus