Last Updated: January 11, 2012 19:38

রীতেশ আর জেনেলিয়ার মুখে এখন একটাই কথা, তেরে নাল লাভ হো গ্যায়া! এই বছরেই রিয়্যাল লাইফে গাঁটছড়া বাঁধছেন বলিউডের এই জুটি। আর বছরের শুরুতেই মুক্তি পেতে চলেছে এই জুটির ছবি।
ডেবিউটান্ট ডিরেক্টর মনদীপ কুমারের রোমান্টিক কমেডি `তেরে নাল লাভ হো গ্যায়া`-তে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রীতেশ দেশমুখ আর জেনেলিয়া ডি-সুজা। প্রায় ৭ বছর পরে একসঙ্গে কাজ করছেন দু`জনে। এর আগে দুজনেরই প্রথম ছবি `তুঝে মেরি কসম`-এ একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। বহুদিন ধরেই তাঁদের অফস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে জল্পনা বেঁধেছিল বি-টাউনে। কিন্তু মিডিয়ার কাছে গোপন রাখতে এতদিন সে সম্পর্কে মুখ খোলেননি তাঁরা। এমনকী, এত চুপিসারে এনগেজমেন্ট সেরেছিলেন যে মিডিয়া তো দূরস্ত কোনও সেলিব্রিটি ঘুনাক্ষরেও তা টের পাননি। তবে গোপনীয়তা সরিয়ে সম্প্রতি তাঁদের একসঙ্গে মিডিয়ার সামনে দেখা গিয়েছে। রিল লাইফ ও রিয়্যাল লাইফেও কি সফলতা পাবে এই জুটি ?
First Published: Wednesday, January 11, 2012, 19:38