Last Updated: October 14, 2011 23:52

গয়না সব মেয়েদেরই বড্ড কাছের। আর হীরের গয়না হলে তো কোনো কথাই নেই। ছোট থেকে বড় সবার প্রথম পছন্দ হীরে। সদ্য পুজো পেরিয়ে সামনেই
ধনতেরাস। তাই গয়না কেনার লাইন লেগেছে দোকানে দোকানে। টলিউডের সম্রাজ্ঞী ঋতুপর্ণা সেনগুপ্তকেও পাওয়া গেল একটি হীরের শোরুম এ। নতুন
শোরুম উদ্ভোধনের পাশাপাশি হয়তো সুযোগ বুঝে গয়না কেনারও প্ল্যামিং রয়েছে গ্ল্যামারস ঋতুর।
First Published: Friday, October 14, 2011, 23:52