ঋতুপর্ণ এবার চরিত্র

ঋতুপর্ণ এবার চরিত্র

ঋতুপর্ণ এবার চরিত্রঋতুপর্ণ ঘোষকে নিয়ে ছবি করতে চলেছেন পঙ্খ খ্যাত পরিচালক সুদীপ্ত চট্টোপাধ্যায়। ছবির নাম ঘুম নেই। মুখ্য চরিত্রে থাকতে পারেন শাশ্বত চট্টোপাধ্যায় বা হর্ষ ছায়া।

নিউ ইয়র্কে আই-ভিউ ফিল্ম ফেস্টিভ্যাল চলাকালীন ওখানকার একটি স্থানীয় সংবাদপত্রে আরেকটি প্রেমের গল্পো ছবির রিভিউ করেছিলেন সুদীপ্ত। সেরা ছবির পুরস্কারও জেতে আরেকটি প্রেমের গল্পো। রিভিউ পড়েই সুদীপ্তকে ফোন করেন ঋতুপর্ণ। তখনই কথা হয়ে যায় সুদীপ্তর ছবিতে অভিনয় করবেন ঋতুপর্ণ। কিন্তু হঠাত্ মৃত্যু এসে সেই সম্ভাবনা থমকে দিয়েছে। তাই এখন ঋতুপর্ণকে নিয়েই ছবি করতে চান সুদীপ্ত। জানালেন, "ঋতুদার ব্যক্তিত্ব, ভাবনা, দর্শন এবং অবশ্য কাজের ওপর নির্ভর করেই তৈরি হবে এই ছবি। দ্রৌপদির চরিত্র ঋতুদাকে মুগ্ধ করেছিল। উনি মহাভারত নিয়ে কাজ করতে চাইতেন। এমনকী মঞ্চে কৃষ্ণর অভিনয়ও করতে চেয়েছিলেন।" জানা গিয়েছে এর মধ্যেই ছবির প্রাথমিক খসড়া করে ফেলেছেন সুদীপ্ত। ঋতুপর্ণর জন্মদিনে, আগামী ৩১ অগাস্ট ঘোষনা করবেন ছবি। তার একদিন আগেই মুক্তি পাবে ঋতুপর্ণ পরিচালিত শেষ ছবি সত্যন্বেষী।

ঋতুপর্ণর অনিদ্রারোগ থেকে রূপান্তর, সবকিছুই ছবিতে রাখছেন পরিচালক। ছবির মুখ্য চরিত্রের নাম নীলাম্বর। উনিশে এপ্রিলের সময় মাত্র ২৫ বছর বয়সে ঋতুপর্ণর সঙ্গে প্রথম আলাপ তাঁর। সানগ্লাস ছবিতে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছিলেন তিনি। আগামী ফেব্রুয়ারিতেই শুটিং শুরু করবেন সুদীপ্ত।








First Published: Monday, July 22, 2013, 23:24


comments powered by Disqus