অসমে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৩ শিশু সহ প্রাণ হারালেন ৩০ জন

অসমে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৩ শিশু সহ প্রাণ হারালেন ৩০ জন

অসমে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৩ শিশু সহ প্রাণ হারালেন ৩০ জনবৃহস্পতিবার ভোরে অসমে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। নামনি অসমের বরপেটা জেলায় সেই পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩০ জন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ২০ জনকে।

নিহতদের মধ্যে রয়েছে ১৩টি শিশু। দুর্ঘটনায় নিহতদের মধ্যে অধিকংশই ইটভাঁটার শ্রমিক ও তাদের পরিবারের লোকজন। দুটি মিনিবাসে চেপে যাচ্ছিলেন তাঁরা। ৩৫ নম্বর জাতীয় সড়কের ওপর একটি ট্রাকের সঙ্গে দুটি বাসের সংঘর্ষ হয়।

মিনিবাসদুটি একটি আরেকটির পিছনে ছিল। ভোর সাড়ে চারটে নাগাদ সরভোগ থানার অন্তর্গত ঢোলাপাড়ায় পশ্চিমবঙ্গ থেকে আসা ট্রাকটি সামনের বাসটিকে ধাক্কা মারে। পিছনের বাসটিও পাশ থেকে আগের বাসটির ওপর হুমড়ি খেয়ে পড়ে। সংঘর্ষের ধাক্কায় দুটি বাসই উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যায় ২৫ জন।





First Published: Thursday, October 3, 2013, 13:20


comments powered by Disqus