ঠাকুর দেখতে এসে বেহালায় পথ দুর্ঘটনায় মৃত্যু ১৫ বছরের যুবকের

ঠাকুর দেখতে এসে বেহালায় পথ দুর্ঘটনায় মৃত্যু ১৫ বছরের যুবকের

ঠাকুর দেখতে এসে বেহালায় পথ দুর্ঘটনায় মৃত্যু ১৫ বছরের যুবকেরবেহালার জেমস লঙ সরণীতে পথদুর্ঘটনায় মৃত্যু হল বছর ১৫-এর এক যুবকের। নিহতের নাম সাকিল জমাদার। ঘটনায় আহত হয়েছেন সাহিফ রহমান এবং আমির রহমান নামে আরও দুজন। মামার বাড়িতে ঠাকুর দেখতে এসেছিল সাকিল। 

দুপুর সোয়া একটা নাগাদ একটি গাড়ি পিছন থেকে ধাক্কা মারে সাকিলদের মোটরবাইকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় সাকিলের। সাহিফের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

First Published: Sunday, October 6, 2013, 15:23


comments powered by Disqus