পুরীর পথে দুর্ঘটনা, মৃত এরাজ্যের ৮

পুরীর পথে দুর্ঘটনা, মৃত এরাজ্যের ৮

পুরীর পথে দুর্ঘটনা, মৃত এরাজ্যের ৮পুরী যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এরাজ্যের আটজনের।
আজ সকাল আটটায় ওড়িশার শিমুরিয়ার কুগরায় দুর্ঘটনাটি ঘটে।
মৃতদের সকলেই হলদিয়া মেডিক্যাল কলেজের কর্মী।
তাঁরা গতকাল রাত আড়াইটায় একটি গাড়ি নিয়ে হলদিয়া মেডিক্যাল কলেজ
থেকে পুরীর উদ্দেশে রওনা হয়েছিলেন। একটি ট্রাক পিছন থেকে তাঁদের
গাড়িতে ধাক্কা মারে। তাতেই আটজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় মৃতদের মধ্যে
রূপা কর ঘোষ বেহালা চৌরাস্তার বাসিন্দা। মীরা দত্ত রায় ভবানীপুরের
বাসিন্দা। শুভ্র শীল চন্দননগর ও রাহুল চ্যাটার্জি দুর্গাপুরের বাসিন্দা।
শুভা করণ বাগনান, সপ্তর্ষি মণ্ডল হুগলি, অভিষেক মিত্র এগরা ও গাড়ির চালক
মহম্মদ সেলিম হলদিয়ার বাসিন্দা ছিলেন।

First Published: Sunday, October 9, 2011, 16:05


comments powered by Disqus