Last Updated: April 26, 2014 14:27
রাস্তা সংস্কার ও পানীয় জলের দাবিতে চুঁচুড়ায় জিটি রোড অবরোধ করল বাসিন্দারা। আজ সকাল থেকে সেগুন বাগানের কাছে পথ অবরোধ করা হয়। অবরোধের খবর পেয়ে দলীয় সমর্থকদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌছন তৃণমূল নেতা ও পুরসভার ভাইস চেয়ারম্যান অমিত রায়।
অবরোধকারীদের ক্ষোভের মুখে পড়েন তিনি। বাধ্য হয়েই এলাকা ছাড়েন ওই তৃণমূল নেতা। এরপর পুলিস গিয়েও অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করে। যদিও এরপরও অবরোধ তুলে নিতে বাসিন্দারা রাজি হননি।
First Published: Saturday, April 26, 2014, 14:27