Last Updated: May 31, 2012 20:51

উঠে যাচ্ছে রোমিং। এবার থেকে একই ফোন নম্বর ব্যবহার করে কথা বলা যাবে দেশের যে কোনও প্রান্ত থেকে, কোনও রোমিং চার্জ ছাড়াই। বৃহস্পতিবার জাতীয় টেলিকম নীতি ২০১২ তে সিলমোহর দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর পর এই ব্যবস্থা চালু হওয়া সময়ের অপেক্ষা মাত্র।
নতুন টেলিকম নীতি চালু হলে গোটা দেশে রোমিং বলে কিছু থাকবে না। থাকবে না কোনও রোমিং চার্জও। সারা দেশ থেকে একই নম্বর ব্যবহার করা যাবে। প্রয়োজন মতো যে কোনও সার্কেলে পোর্ট করানো যাবে নম্বর। এছাড়া একাধিক লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে এই নীতিতে। ২০১৭ সালের মধ্য দেশের ৭০ শতাংশ গ্রামকে টেলিকম পরিষেবার মধ্যে আনার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। ২০২০ সালের মধ্যে ১০০ শতাংশ গ্রামে পৌঁছে দেওয়া হবে টেলিফোন। এছাড়া পরিকল্পনা অনুযায়ী দেশে ইন্টারনেটের ন্যূনতম স্পিড হবে ২ এমবিপিএস। তবে পুরো ব্যবস্থা লাগু হতে কয়েকদিন সময় লাগবে বলে জানা গিয়েছে।
First Published: Thursday, May 31, 2012, 20:54