Last Updated: April 9, 2014 21:34

ডাকাতি করতে এসে গৃহকর্তাকে ঘরে বেঁধে বাড়ির মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল। বসিরহাটের কাঁকড়া মিরজানগর গ্রামের ঘটনা। গতকাল রাত একটা নাগাদ এলাকার সব্জি ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। ঘরে ঢুকে যথেচ্ছ লুঠপাটের পর তাঁর স্ত্রীকে দুষ্কৃতীরা ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী।
বসিরহাটের কাঁকড়া মিরজা নগর গ্রাম। মঙ্গলবার রাতে স্থানীয় এক সব্জি ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। বাড়িতে ঢুকে আলমারি ভেঙে সোনার গয়না ও নগদ টাকা লুঠ করে তারা। বাধা দিতে গেলে ওই ব্যবসায়ী দম্পতিকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। ব্যবসায়ীর অভিযোগ, এরপর তাঁ টলিউড সুপারস্টারকে বেধে তার স্ত্রীকে ধর্ষণ করে দুষ্কৃতীরা।
ঘটনায় বসিরহাট থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন ওই সব্জি ব্যবসায়ী।
First Published: Wednesday, April 9, 2014, 21:34