বিরাটিতে দুঃসাহসিক ডাকাতি দুষ্কৃতীদের

বিরাটিতে দুঃসাহসিক ডাকাতি দুষ্কৃতীদের

বিরাটিতে দুঃসাহসিক ডাকাতি দুষ্কৃতীদেরবিরাটির নীলাচলের একটি বাড়িতে লুঠপাট চালালো একদল দুষ্কৃতী। গতরাতে নীলাচলের রবি রায়ের বাড়িতে হানা দেয় তিন-চার জনের দুষ্কৃতী দলটি। তাদের সবার মুখেই কালো কাপড় বাঁধা ছিল। বাড়িতে ঢুকেই রবিবাবুর স্ত্রীকে সামনে পেয়ে তাঁকে বেধড়ক মারতে শুরু করে দুষ্কৃতীরা।

মারধরের হাত থেকে রেহাই পায়নি রবি রায়ের ছোট ছেলেটিও। দশম শ্রেণীর ওই ছাত্রের মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা। প্রায় একঘন্টা ধরে বাড়ির তিনটি তালা ভেঙে দুষ্কৃতীরা লুঠপাট চালায়। নগদটাকা, সোনার গয়নাসহ সর্বস্ব লুঠ করে নিয়ে যায় দুষ্কৃতীরা। মারধরে গুরতর আহত গৃহকর্তীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।





First Published: Monday, September 3, 2012, 15:09


comments powered by Disqus