Last Updated: November 7, 2011 11:02

লোকাল ট্রেনে যাত্রীদের নিরাপত্তার ছবিটা যে একেবারেই ঢিলেঢালা, তা ফের একবার প্রমাণিত হল। আজ ভোরে শিয়ালদহগামী ডাউন নামখানা লোকালে হানা দেয় ছজনের একটি দুষ্কতী দল। অভিযোগ, বিশ্বজিত্ মাঝি নামে এক ট্রেন যাত্রীর থেকে সোনার আংটি সহ দশ হাজার টাকা লুঠ করে তারা। এরপর সূর্যপুর স্টেশনে নেমে পড়ে ওই দুষ্কৃতী দলটি। শেষ রক্ষা হয়নি। দুষ্কৃতীদের দুজন পালিয়ে গেলেও চারজনকে ধরে ফেলেন অন্য যাত্রীরা। বেধড়ক মারধর করা হয় তাদের। পুলিস গিয়ে ওই চারজনকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সবাই রেলের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন।
First Published: Monday, November 7, 2011, 11:02