Last Updated: January 23, 2013 08:33

মালিক ও কর্মচারীকে মারধর করে পেট্রোল পাম্প থেকে লক্ষাধিক টাকা লুঠ করে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে ঘটনাটি আসানসোন দক্ষিণ থানার ভগতপাড়ায় ঘটনাটি ঘটে। সেইসঙ্গে তারা মলিক সঞ্জীব কুমার রায়ের সোনার চেন ও আঙটিও ছিনিয়ে নিয়ে যায়। আহত অবস্থায় ওই দুজনকে আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিত্সার পর রাতেই সঞ্জীব কুমার রায়কে ছেড়ে দেওয়া হয়।
তবে কর্মচারী বিদ্যুত মণ্ডল এখনও হাসপাতালে ভর্তি। তিনিই পুলিসকে জানান যে রাত সাড়ে দশটা নাগাদ জনা ছয়েক যুবক তিনটি মোটরসাইকেলে চড়ে তেল নিতে এসেছিল। তারপর রশিদ চাইবার জন্য ভিতরে ঢুকে তাঁদের উপর চড়াও হয় এবং মারধর করে নগদ লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার তদন্তে নেমেছে আসানসোল দক্ষিণ থানার পুলিস।
First Published: Wednesday, January 23, 2013, 08:33