বিতর্কে লাল-হলুদ স্ট্রাইকার

বিতর্কে লাল-হলুদ স্ট্রাইকার

বিতর্কে লাল-হলুদ স্ট্রাইকারগত মরসুমের শুরুটা ভাল করেও,হঠাত করেই হারিয়ে গেছিলেন ইস্টবেঙ্গলের স্ট্রাইকার রবিন সিং। এবারও শুরুটা ভাল করেও, বিতর্কে লাল-হলুদ স্ট্রাইকার। প্রয়াগ ম্যাচের আগে হঠাত করেই নিজেকে দল থেকে সরিয়ে নেন। কারন হিসাবে জানান তাঁর আত্মবিশ্বাসের অভাব রয়েছে। কোচ তাঁকে এক সপ্তাহের বিশ্রামও দেন। মরগ্যানের আশা তরুণ স্ট্রাইকার এবার নিজের হারানো আত্মবিশ্বাস ফিরে পাবেন।

First Published: Friday, November 4, 2011, 18:04


comments powered by Disqus