Last Updated: December 15, 2012 22:24

পাকিস্তানের পেশোয়ার বিমানবন্দরে জঙ্গি হামলায় মৃত্যু হল কমপক্ষে ৪ জনের। আহত হয়েছেন কমপক্ষে ২৬ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পেশোয়ার বিমানবন্দরে অতর্কিতে হামলা চালাল জঙ্গিরা। বিমানবন্দর লক্ষ্য করে একের পর এক রকেট ছোড়ে জঙ্গিরা। জঙ্গিদের রুখতে পাল্টা আক্রমণ করে সেনাবাহিনীও। শুরু হয় গুলির লড়াই। আধঘণ্টারও বেশি সময় ধরে দু'পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। শুধু বিমানবন্দরই নয়, রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত নিকটবর্তী বসতি এলাকা। বন্ধ হয়ে যায় পেশোয়ার বিমানবন্দরে বিমান ওঠা-নামা।
জঙ্গি হামলায় আহত হয়েছেন বেশকয়েকজন। তাঁদের বেশিরভাগই হাসপাতাল ভর্তি। খবর পেয়েই বিমানবন্দরে পৌঁছয় সেনাবাহিনী। পেশোয়ারের হামলার জের পড়েছে ইসলামাবাদ, লাহোর এবং করাচি বিমানবন্দরেও। এই তিন বন্দরেই জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠনই হামলার দায় স্বীকার করেনি।
First Published: Sunday, December 16, 2012, 10:55