Last Updated: November 2, 2011 22:33

ভ্যালেন্সিয়া ওপেনের পুরুষদের ডাবলস কোয়ার্টার ফাইনালে উঠল ইন্দো-পাক জুটি রোহন বোপান্না ও এইসাম কুরেশি। স্প্যানিশ জুটি নিকোলাস অ্যালমাগ্রো-পাবলো অ্যান্ডুজাকে স্ট্রেট সেটে হারিয়ে শেষ আটে পৌঁছায় বোপান্না-কুরেশি জুটি। খেলার ফল ছয়-তিন,সাত-পাঁচ।
First Published: Wednesday, November 2, 2011, 22:33