বিশ্বকাপে ফেভারিট নয় পর্তুগাল, চাপ মুক্ত রোনাল্ডো

বিশ্বকাপে ফেভারিট নয় পর্তুগাল, চাপ মুক্ত রোনাল্ডো

বিশ্বকাপে ফেভারিট নয় পর্তুগাল, চাপ মুক্ত রোনাল্ডোএবছর বিশ্বকাপে পর্তুগাল ফেভারিট না হওয়ায় স্বস্তিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফেভারিট না হওয়ায় তাঁদের উপর চাপ কম বলে জানিয়েছেন বর্ষসেরা এই ফুটবলার। রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় রোনাল্ডোর উপর ভাল খেলার প্রচুর চাপ থাকে।

কিন্তু এবারের বিশ্বকাপে একেবারেই ভিন্ন পরিস্থিতি। প্রত্যাশার চাপ না থাকায় তাঁরা আরও ভাল খেলতে পারবেন বলে দাবি রোনাল্ডোর। এবছর বিশ্বকাপে স্পেন, ব্রাজিল, জার্মানি এবং আর্জেন্টিনাকে ফেভারিট হিসাবে দেখা হচ্ছ। যাকে শাপে বর হিসাবে দেখছেন রোনাল্ডো। বিশ্বকাপে গ্রুপ জি-তে জার্মানি, ঘানা এবং ইউএসের সঙ্গে রয়েছে পর্তুগাল। জুনের ষোল তারিখ জার্মানি ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল।

First Published: Saturday, March 29, 2014, 23:05


comments powered by Disqus