Last Updated: February 14, 2013 15:48
রিয়াল মাদ্রিদ (১) ম্যান ইউ (১)জবাব দেওয়া, নস্টালজিয়া, মহারণের ম্যাচটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দলের মুখরক্ষা করলেন। চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচটা ১-১ গোল ড্র হল। এই ম্যাচের কেন্দ্রীয় চরিত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল করে দলকে এক পয়েন্ট এনে দিলেন।
প্রথম দিক থেকে রিয়ালের আধিপত্য থাকলেও ম্যাচের ২০ মিনিটে ম্যাঞ্চেস্টারের হয়ে ড্যানি ওয়েলবেক রিয়ালের জালে বল জড়াতে সক্ষম হন। অপরদিকে ম্যাচের ৩০ মিনিটের মাথায় রোনাল্ডোর হেডে রিয়াল মাদ্রিদের পক্ষে গোলটি হয়। শেষপর্যন্ত ১-১ গোলে খেলার শেষ হয়।
রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবিউতে আজকের ম্যাচ ঘিরে গত কয়েকদিন ধরেই উত্তেজনার পারদ চরমে উঠেছিল। উত্তেজনার কেন্দ্রীয় চরিত্র অবশ্যই ছিলেন রোনাল্ডো। ২০০৯-এ ৮০ মিলিয়ন পাউণ্ডের বিনিময়ে ম্যান-ইউ থেকে রোনাল্ডোকে কিনে নেয় রিয়াল মাদ্রিদ। তারপর এই প্রথম স্যার ফার্গুসনের দলের বিরুদ্ধে খেলতে নামলেন পর্তুগীজ মহাতারকা।
খেলার ২০ মিনিটের মাথায় ব্রিটিশ ড্যানি ওয়েলবেকের গোলে এগিয়ে যায় ম্যান-ইউ। এর ঠিক দশ মিনিট পর এক অসাধারণ গোলে সমতা ফেরান সেই রোনাল্ডো। ভ্যানপার্সির অসাধারণ একটা গোলমুখী শটকে সেকেন্ডের তৎপরতায় ক্লিয়ার করেন জাভি অ্যালান্সো।
প্রত্যাশামত এক ইঞ্চি জমি ছেড়ে দেননি বিপক্ষকে। তবে দু'দলই বেশ কিছুবার গোলের সুযোগ পেলেও শেষপর্যন্ত বাজিমাত করতে পারেননি কেউই।
ফিরতি ম্যাচে আগামী ৫ মার্চ ওল্ড ট্র্যাফর্ডে যাচ্ছেন মোরিনহোর ছেলেরা। এই ম্যাচ ড্র হওয়ায় ঘরের মাটিতে কিছুটা এগিয়ে থেকেই খেলতে নামবেন রুনিরা।
First Published: Thursday, February 14, 2013, 17:16