Last Updated: May 9, 2013 17:58

আগামী মরসুমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে দিতে পারেন ওয়েন রুনি। ম্যান ইউ ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দিতে পারেন বলে সতীর্থদের জানিয়েছেন ইংল্যান্ডের এই তারকা ফুটবলার।
জোড়া ধাক্কার সামনে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। স্যার অ্যালেক্স ফার্গুসনের অবসর ঘোষনার দিনই জানা গেল সামনের মরসুমে ম্যান ইউ ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দিতে পারেন তারকা ফুটবলার ওয়েন রুনি। শোনা যাচ্ছে ম্যানইউ সতীর্থদের এমনটাই জানিয়েছেন তিনি।
সূত্রের খবর রুনিকে প্রায় ২২৫ কোটি টাকার প্রস্তাব দিয়েছে বায়ার্ন মিউনিখ। সম্প্রতি একটি সংবাদপত্র দাবি করেছিল যে ম্যানইউ রুনির সঙ্গে চুক্তি নবিকরণ করতে চলেছে। কিন্তু বায়ার্নে যাওয়ার ব্যাপারে আগ্রহ দেখানোয় রুনিকে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে বিশ্ব ফুটবল মহলে। ফার্গুসনের পর রুনিও ক্লাব ছেড়ে দিলে জোড়া ধাক্কা সামলাতে নিশ্চিতভাবেই সমস্যায় পড়তে পারে ম্যানইউ।
First Published: Thursday, May 9, 2013, 17:58