Last Updated: October 7, 2011 15:06

ম্যনচেস্টার ইউনাইটেড স্টার ওয়েন রুনির বাবা,৪৮ বছর বয়সী রুনি সিনিয়ার কে জানুয়ারি অবধি জামিন দেওয়া হল। ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে লিভারপুলের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।তাঁর সাথে রুনির কাকা রিচিসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছিল। স্কটিশ প্রেমিয়ার লিগের হার্টস ও মাদার ওয়েলের ম্যাচে গড়াপেটার অভিযোগে অভিযুক্ত তিনি। পারিবারিক এই সমস্যা কোন রেখাপাত করতে পারেনি রুনির মনে। জানিয়েছেন ইংল্যান্ডের কোচ ফাবিও কাপেলো। ইউরো কাপের যোগ্যতা নির্নায়ক পর্বের ম্যাচে যথারীতি মাঠে নামবেন তিনি।
First Published: Friday, October 7, 2011, 15:06