Last Updated: May 19, 2013 12:59

সারদা কেলেঙ্কারির জেরে সব খুইয়েছেন মানুষ। চিটফান্ডের শিকড় যে বিভিন্ন রাজ্য ছড়িয়ে রয়েছে, তাও স্পষ্ট হয়েছে। এবার রাজ্যের আরও দুই সংস্থার অর্থ তছরুপ করার সম্ভাবনা থেকে সাধারণ মানুষকে সতর্ক করল সেবি। রবিবার সংবাদপত্রে বিজ্ঞপ্তি জারি করে সেবি জানিয়েছে, বেআইনি ভাবে টাকা তুলছে রোজ ভ্যালি, এমপিএস। টাকা তোলার রেজিস্ট্রেশন নেই রোজ ভ্যালির ও এমপিএসের। সেবি জানিয়েছে ২০১১ সালে বাজার থেকে টাকা তুলতে নিষেধ করা হয়। সেবির এই নির্দেশ অমান্য করেই চলে টাকা তোলা। কলকাতা হাইকোর্টে পাল্টা মামলাও করা হয়। অভিযোগ, সেবির থেকে টাকা তোলার অনুমতি নেয়নি রোজভ্যালি সংস্থাটি।
টাকা তোলার অনুমতি নেই এমপিএসেরও। বিজ্ঞপ্তিতে সংস্থার নাম করে মানুষকে সতর্ক করেছে সেবি। এমপিএস ডিসেম্বর ২০১২ তেই স্কিম বন্ধের নির্দেশ দেয় সেবি। সেইসঙ্গে, লগ্নিকারীদের টাকাও ফিরিয়ে দিতে বলা হয়। তার পরেও মানুষের থেকে অর্থ সংগ্রহ কারা হয় বলে অভিযোগ উঠেছে এমপিএসের বিরুদ্ধে।
First Published: Sunday, May 19, 2013, 12:59