শুভেন্দু-শিউলি দ্বৈরথ অব্যাহত হলদিয়ায়

শুভেন্দু-শিউলি দ্বৈরথ অব্যাহত হলদিয়ায়

শুভেন্দু-শিউলি দ্বৈরথ অব্যাহত হলদিয়ায়এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া পড়ল সরকারি অনুষ্ঠানেও। সদস্য হওয়া সত্ত্বেও প্রাইমারি বোর্ড কাউন্সিলের অনুষ্ঠানে ডাক পেলেন না হলদিয়ার বিধায়ক শিউলি সাহা।

একমাস আগে পূর্ব মেদিনীপুরে গিয়ে ২০০৯-র প্যানেল ভুক্ত ৩৪২৬ জন প্রাথমিক শিক্ষকের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। আজ হলদিয়ার সুবর্ণ জয়ন্তী হলে সকাল দশটায় ওই শিক্ষকদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কাউন্সিলের সদস্য হওয়া সত্ত্বেও আমন্ত্রণ জানানো হয়নি হলদিয়ার বিধায়ক শিউলি সাহাকে। অথচ প্রাইমারি বোর্ড কাউন্সিলের সদস্য না হয়েও আমন্ত্রিত সাংসদ শুভেন্দু অধিকারী।  মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজারো হুঁশিয়ারিও পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী-শিউলি সাহা দ্বন্দ্ব মেটাতে পারেনি। আজকের এই ঘটনা তাই প্রমাণ করল।






First Published: Sunday, December 2, 2012, 16:56


comments powered by Disqus